শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৩, ১৮:২৬
গাজীপুরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশা চার্জ দেয়া অবস্থায় বিদ্যুতায়িত হয়ে ইলিয়াস হোসেন (৩২) নামে চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ইলিয়াস হোসেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরসীতা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে কালীগঞ্জের বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলপাড়া এলাকার মোস্তফার কামালের বাড়িতে ভাড়ায় বসবাস করে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার জন্য ইলিয়াস হোসেন তার বাসার সামনে অটোরিকশা রেখে বিদ্যুৎ সংযোগ দেন। পরে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চার্জ দেয়া অবস্থায় অটোরিকশা মুছতে গিয়ে বিদ্যুতায়িত হন ইলিয়াস হোসেন। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে বিদ্যুৎ অটোরিকশায় ছড়িয়ে পড়েছিল। এতে বিদ্যুতায়িত হয়ে ইলিয়াসের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে