বাঁশে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বৃদ্ধের! 

প্রকাশ | ১৮ আগস্ট ২০২৩, ২০:৫০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ঝাড়ে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আক্কাস আলী নামের এক বৃদ্ধ মারা গেছেন। ঝাড়ের সঙ্গে ঘেঁষা বিদ্যুতের তার থেকে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী (৭০) ওই গ্রামের মৃত কনে ফকিরের ছেলে।
 
নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অমল চন্দ্র বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশেই নিজ বাঁশের ঝাড়ে বাঁশ কাটতে যান আক্কাস আলী। সেখান থেকে ১টি বাঁশ কেটে সেটিকে টেনে বাইরে আনার সময় ঝাড় ঘেঁষা বিদ্যুতের সঞ্চলন লাইনের তারের সঙ্গে কাঁচা বাঁশটি বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎ স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর থেকেই ওই এলাকার বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। কারন খুঁজে ওই ঝাড়ের নিচে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে কাছে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে জানানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম যায়যায়দিনকে বলেন, বাঁশের সঙ্গে বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান। 

যাযাদি/ এসএম