সাতকানিয়ায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল মৃত্যু

প্রকাশ | ০৮ জুলাই ২০২৩, ১৯:৩৩

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায়  আজ শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার সময়  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট নিরসনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মো.বোরহান উদ্দীন (৫৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

পুলিশ কনস্টেবল মো. বোরহান উদ্দীন চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি বাড়ি ফেনী জেলার বাসিন্দা।  

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসির আরাফাত বলেন, অন্যদিনের মত আজ শনিবার সকাল থেকে সড়কে দায়িত্ব পালন করছিলেন বোরহান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ মাথা ঘুরে তিনি মহাসড়কেে উপর পড়ে যান । তাকে দ্রæত উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ওই হাসপাতালের চিকিৎসকরা হার্ট অ্যাটাকে কনস্টেবল বোরহানের মৃত্যু হয়েছে বলে জানান।  আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ বলেন, ট্রাফিক পুলিশের সদস্য বোরহান উদ্দীন সকালে কেরানিহাটে দায়িত্ব পালনকালীন হঠাৎ মাটিতে পড়ে যান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশের সাথে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা আছেন। লাশ প্রথমে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে আনা হবে, সেখানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

 

যাযাদি/এসএস