সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৭ জুন ২০২৩ ইং তারিখ ৮:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজারের সরকারের মোড় এলাকা হতে চাঞ্চল্যকর চাঁপাইনবাবগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ০৩ বছরের শিশু নিহতের ঘটনায় প্রধান আসামী এবং ঘাটত চালক মোঃ জহিরুল ইসলাম (২৬), পিতা-মোঃ আলেক মিয়া, সাং-সাদাপুর কাজিপাড়া, থানা-সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯০) চাপায় আরাফাত হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। ১৭ জুন ২০২৩ ইং তারিখ বিকেল ১৭০০ ঘটিকার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তদন্তে জানা যায়, শিশু আরাফাত ইজিবাইকে মায়ের সাথে হরিনগর নানার বাড়ী যায়। রাস্তা পারাপারের সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিছন দিক থেকে শিশুটিকে চাপা দিলে, পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে যায়।
তৎক্ষণাৎ ক্যাম্পের আভিজানিক দল উক্ত এলাকা থেকে ঘাতক ড্রাইভারের পালিয়ে যাওয়া সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজারের সরকারের মোড় এলাকা থেকে চালককে গ্রেফতার করতে সক্ষম হয়।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
যাযাদি/ এস