কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে স্কুলের সামনেই মাইক্রোবাসের চাপায় নিহত হযেছেন ৮ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের জমজ বড় ভাই।
বুধবার (১৪ জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলার ভৈরব ময়মনসিংহ হাইওয়ে রোডের কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হুসাইন (১৩) ও গুরুতর আহত মোহাম্মদ হাসান (১৩) উপজেলার আদর্শ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। দুজনই উক্ত স্কুলের স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার স্কুলে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ে পরিক্ষা দেওয়ার উদ্যেশ্যে দুই ভাই বাড়ী থেকে সাইকেল নিয়ে বের হয়ে স্কুলের সামনে এলে রাস্তার পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়, এতে দুজনই সিটকে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে নিহত হয় ছোট ভাই হুসাইন। গুরুতর আহত অবস্থায় বড় ভাই হাসানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা নজরুল ইসলাম জানান, প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
যাযাদ/ এসএম