কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এগারসিন্দুর কমিউনিটি সেন্টার ও কমিউনিটি অনকোল সেন্টারের বাস্তবায়নে এবং নারী উদ্যোগ কেন্দ্র (নউক) ও পাকুন্দিয়া সরকারি কলেজের আয়োজনে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিনামূল্যে শতাধিক নারী পুরুষ কে চুক্ষু পরিক্ষা ও শতাধিক মহিলার ভায়া পজিটিভ ও স্তন ক্যান্সার নির্ণয়ের পরীক্ষায় করা হয়েছে।
বুধবার (২৪ মে) সকালে পাকুন্দিয়া সরকারি কলেজ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাকসিনের সঞ্চালনায়, নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর প্রতিষ্ঠাতা মাসহুদা খাতুন শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর এ আলম খান, বিশেষ অতিথি হিসেবে পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল মুনসুর প্রমুখ বক্তব্য রাখেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর এ আলম খান বলেন, পৃথিবীতে একমাত্র জরায়ু মুখ ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এ ক্যান্সার প্রতিরোধ করা যায়। তিনি এক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসার আহবান জানান। মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক এলাকায় কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন এ সংক্রান্ত সেবা দেয়ার জন্য। ইপিআই কর্মসূচির মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সারের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করার আহবান জানান তিনি।
অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাকসিন বলেন, স্তন ও জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য। এ ধরনের ক্যান্সারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের অনুরোধ জানান তিনি।
যাযাদি/ এস