চিরিরবন্দরে মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু
প্রকাশ | ১৮ মার্চ ২০২৩, ১৪:০৮
দিনাজপুরের চিরিরবন্দরে মৌমাছির কামড়ে জগদিশ চন্দ্র সরকার (৬৫) নামে এক ২ সন্তানের জনকের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৭ মার্চ) বিকাল ৫টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের যতিন সরকারপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। জগদিশ চন্দ্র সরকার ওইপাড়ার মৃত রাজেন্দ্র নাথ সরকারের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জগদিশের বাড়ির পাশে জামগাছে মৌমাছি চাক করেছিল। শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ওই জামগাছের মৌমাছির চাকে হঠাৎ বহলা পাখি আক্রমণ করে। এতে শত শত মৌমাছি এসে জগদিশকেসহ তাদের গরু-ছাগলকে আক্রমণ করে কামড় দেয়। মৌমাছির ককামড়ে তিনি গুরুতর আহত হন।
পরে বিকাল আনুমানিক ৫টার দিকে অসুস্থ জগদিশকে তার পরিবারের লোকজন রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জগদিশের বড় আব্বাতো ভাই মৃত্যুঞ্জয় সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যাযাদি/ এসএম