চরভদ্রাসনে সরিষা ক্ষেতে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে জমিজমার বিরোধে সরিষা ক্ষেতে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে জখম করার ঘটানা ঘটেছে। বুধবার সকাল দশটার দিকে চর হরিরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য শালিপুর গ্রামের এক সরিষা ক্ষেতে এ ঘটনা ঘটে।  

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ওই ব্যক্তির নাম ওহাব মোল্যা(৩৬) এবং আহত ব্যক্তির নাম ইমারত মোল্যা(৩৩)। তারা উভয়েই মৃত বারেক মোল্যার পূত্র এবং ওই ইউনিয়নের পশ্চিম শালিপুর গ্রামের বাসিন্দা। 

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন সেখ বলেন মধ্য শালিপুরের বাসিন্দা খালেক মোল্যার ছেলে আইয়ূব মোল্যা (৩৫), বক্কার মোল্যা (৩৩), মাসুদ মোল্যা(৩১) এর সাথে শরিকী জমি নিয়ে ওহাবদের সাথে বিরোধ ছিল। এরা সম্পর্কে চাচাতো ভাই। ঘটনার সময় ওহাব ও ইমারত তাদের ভাগের অংশের সরিষা কাটতে গেলে ওই তিন ভাই এসে বাধা প্রদান করে। এ সময় তাদের সাথে তর্কাতর্কী হয়। এক পর্যায়ে ওই তিন ভাই দেশীয় অস্ত্র দিয়ে ওহাব ও ইমারতকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওহাব মারা যায় এবং  ইমারতকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরে পাঠায় এলাকাবাসী।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল বলেন, ঘটনার খবর পেয়ে তারা ঘটানাস্থলে পৌঁছেছেন এবং ওহাবের লাশ উদ্ধার করেছেন। এ সম্পর্কিত আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

এসএম