গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশায় চার্জ দেয়ার সময় এক চালকের মৃত্যু হয়েছে।
নিহত ফরহাদ মোড়ল (৩৫), ওই এলাকার আব্দুল মান্নান মোড়লের ছেলে। মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে পশ্চিম জামালপুরে মোকাম্মেল মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোকাম্মেল হাসান জানান, তার বাড়িতে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল কোম্পানির একটি টাওয়ার রয়েছে। মোবাইল টাওয়ারের সুপারভাইজার অটো রিকশায় চার্জ করার সুযোগ করে দিয়েছে। ওই টাওয়ারের বৈদ্যুতিক সংযোগ থেকে গোপনে অটোরিকশায় চার্জ দেয়া হয়। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১টার দিকে ফরহাদ মোড়ল ওই টাওয়ারের বৈদ্যুতিক সংযোগ থেকে অটোরিকশায় চার্জ দেয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কালীগঞ্জ থানায় কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ মোড়ল নামে একজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।