রেল গেইট স্থাপনের দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে মানববন্ধন

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৩

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

 

 

কুমিল্লার নাঙ্গলকোটে রেল গেইট স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী নাঙ্গলকোট উপজেলার বাতড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্দ্যোগে শুক্রবার সকালে উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নগর রেল ক্রসিংয়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়

 

সময় মানববন্ধনকারীরা লাল পতাকা উড়িয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস, ঢাকাগামী আন্তঃনগর চট্রলা এক্সপ্রেস সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দাঁড় করিয়ে রেল গেইট স্থাপনের দাবি জানান পরে নাঙ্গলকোট থানা পুলিশ এসে মানববন্ধনকারীদের সঙ্গে আলোচনা করে স্থান ্যাগের পরামর্শ দিলে মানববন্ধনকারীরা ওইস্থান ্যাগ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়

 

জানাযায়, ওই এলাকার এক কিলোমিটারের মধ্যে রেল লাইনের উপর দু'টি পাকা সড়ক রয়েছে রেল গেইট না থাকায় এখানে গত এক বছরে ৬টি দূর্ঘটনা ঘটেছে সর্বশেষ গত ২৯ জানুয়ারি সকালে উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নগর গ্রামের আব্দুল গফুরের ছেলে ্যবসায়ী মামুন মোটরসাইকেল যোগে রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়

 

ওই দু'টি রেল ক্রসিংয়ে বারবার দূর্ঘটনায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেঁটে পড়ে মানুষ ফলে ওই দু'টি স্থানে রেল গেইট স্থপনের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাতড়া সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান, সোয়াব মেম্বার, আওয়ামীলীগ নেতা বাবুল, কুয়েত প্রবাসী রাশেদুজ্জামান, যুবলীগ নেতা মোবাশ্বের আলম, হাফেজ কালাম, সাইদুল ইসলাম প্রমুখ

 

বক্তারা সাধারণ মানুষের দাবি হিসেবে বান্নগর গ্রামের দু'টি রেল ক্রসিংয়ে গেইট নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য অর্থমন্ত্রী .. মোস্তফা কামাল (লোটাস কামাল) রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের হস্তক্ষেপ কামনা করেছেন

 

যাযাদি/এসএইচ