কালিহাতীতে পরিচয় গোপন করে এক মুসলিম তরুণীকে বিয়ে করলেন সুভাষ বিশ্বাস নামের এক হিন্দু যুবক। নড়াইলের মূলধারাইল গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সুভাষ বিশ্বাস ফেইসবুকে প্রেম করে নিজের পরিচয় গোপন করে কালিহাতি উপজেলার সহদেবপুর গ্রামের হুমায়ূন কবিরের কলেজ পড়ুয়া ছাত্রী হোছনে আরাকে বিয়ে করেন। গত বৃহস্পতিবার মূহুর্তে এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতার ভিড় জমে।
স্থানীয় আব্দুস ছালাম ও আলহাজ্ব জানান, ছেলেটি পুলিশের চাকুরি করে, মাসুদ রানা নামে ভূয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করে বিয়ে করে। টাঙ্গাইলে মেয়ের নানার বাড়ীতে গত ১৫ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ১৮ ডিসেম্বর কর্মস্থলে চলে যায়। এভাবে তার আসা যাওয়া থাকে।
তরুণী হোছনে আরা ও মা মজিরন নেছা জানান, একবছর আগে ফেইসবুক দুইজনের সাথে প্রেম হয়। গত ২৬ জানুয়ারি জানতে পাড়ি ছেলেটি হিন্দু ও তার স্ত্রী সহ ২ মেয়ে ১ ছেলে ও নাতনী রয়েছে। ছেলেটি আমাদের ঘরে রয়েছে আমরা আইনি পদক্ষেপ নিবো, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে।
হিন্দু তরুন সুভাষ বিশ্বাসের শালা দিপংকর বিশ্বাস কাছ থেকে জানা যায়, সেলুনে সামান্য বেতনে চাকরি করতো সুভাষ বিশ্বাস। আমাদের কাছে বন্ধুর বাড়ির
কথা বলে বেড়িয়ে যেত, আসতে কয়েক দিন সময় লাগবে। তিনি বিয়ে করছে এটা আমরা জানি না।
যাযাদি/এসএইচ