​ বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২২, ২০:৪৪

বরুড়া প্রতিনিধি

 

 

কুমিল্লার বরুড়ায় ঐতিহ্যবাহী বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের (১৯৭২ - ২০২২) প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী দের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী উদযাপন উপলক্ষে ৮ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি ছিলেন কলেজে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সহযোগী অধ্যাপক মোঃ আবুল হোসেন। এসময় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ শরীফ উদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মোঃ কামরুল হাসান, এনামুল হক, সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, বায়জিদ বোস্তামী, রাকিব হাসান রকি, আরিফুল ইসলাম, আওলাদ হোসেন সিয়াম, মনির হোসেন, মুনতাসির রিয়াদ প্রমুখ। এসময় অন্যান্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সভায় ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহনে কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতির বিষয়ে মতামত প্রকাশ করা হয়।

 

যাযাদি/ এমডি