দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২১, ২০:১০

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

 

 

 

পটুয়াখালীর দুমকিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

গতকাল শনিবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় মুদী-মনোহরিসহ অন্তত ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও ওই বাজারের ব্যবসায়ীদের দাবি, রাত সাড়ে ১২টার দিকে সবাই দোকানপাট বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যায়।

 

পাহারাদার ছত্তার হাওলাদার জানান, রাত ১২টার দিকে ব্রিজ সংলগ্ন শহিদুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সহিদুল, জলিল, বাবুল মেম্বর, অমল দাস, নুরুল ইসলাম চাকলাদার, নাঈম গাজী, আলতাফ ও নাসিমার দোকান পুরে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আগুনের খবর পেয়ে বাকেরগঞ্জ ও পটুয়াখালী থেকে ২টি দমকল টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আ’লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার, মুরাদিয়ার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালামসহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্র্শন করেছেন।

 

যাযাদি/ এস