জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: তারিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৭২ তম সিন্ডিকেট সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ প্রথম সংবিধির ধারা ১৩ উপধারা ১ মোতাবেক আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে।
প্রশাসনিক ভবনের সামনে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন ড. মো: তারিকুল ইসলাম।
ড. মো: তারিকুল ইসলাম হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: রিয়াদ হাসানের স্থলাভিষিক্ত হবেন।
ড. মো: তারিকুল ইসলামের নিয়োগাদেশে উল্লেখ্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আগামী দুই বছর সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নবনিযুক্ত পরিচালক অর্থ ও হিসাব দপ্তরের মো: তারিকুল ইসলাম সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, সিন্ডিকেট আগামী দুই বছরের জন্য তাকে (ড. মো: তারিকুল ইসলাম) মনোনীত করেছে। এবং তার প্রতি আমার সবসময় দোয়া এবং আশির্বাদ থাকবে।
যাযাদি/এমডি/৯:২৩ পিএম