শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিসিবিভিওর কর্মীদের দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রুপান্তর বিষয়ক প্রশিক্ষণ

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২০, ১৮:০৩

সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড- জার্মানীর সহায়তায় সিসিবিভিও শাখা কার্যালয়ে সিসিবিভিওর মাঠ পর্যায়ের কর্মীদেও দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রুপান্তর বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর ) সিসিবিভিও’র রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী শাখা অফিসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সংস্থার মাঠ পর্যায়ের ১১ জন কর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন সিসিবিভিওর প্রশিক্ষণ সমন্বয়কারী মো: নিরাবুল ইসলাম এবং প্রশিক্ষণটি পরিচালনা করেন সংস্থার রির্পোটিং ও ডকুমেন্টেশন অফিসার প্রদীপ মার্ডী। এছাড়াও উপস্থিতি ছিলেন মনিটরিং অফিসার শাহাবুদ্দিন সিহাব, নারী উন্নয়ন কর্মকর্তা চন্দনা সরকার, শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত, ভূমি উন্নয়ন কর্মকর্তা নিরঞ্জন কুজুর।

প্রশিক্ষণের আলোচ্য বিষয় ছিল দ্বন্দ্ব কি, দ্বন্দ্ব অনুভূতি বা সংবেদনশীলতা, দ্বন্দ্ব রুপান্তর, দ্বন্দ্ব বিশ্লেষণের টুল্স ও তার ব্যবহার। প্রশিক্ষণের সমাপনী পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী অজয় মিঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে