রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলছে না

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২০, ১৭:৩৯
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলছে না
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলছে না

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত যুবকের (৩৫) পরিচয় পাওয়া যাচ্ছে না। পুলিশ লাশটি উদ্ধার করে পরিচয় নিশ্চিতের চেষ্টা করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লাশের ছবিসহ অনেকেই পোস্ট দিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের অদুরে ডাইভারসন সড়ক এলাকায় দ্রুতগামী সূর্যমূখী পরিবহনের একটি বাস চাপা দিলে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সূর্যমূখী পরিবহনের একটি বাস রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দেয়। আমরা তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে অক্সিজেন দেয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে