রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

গাউসিয়া কমিটির করোনা সুরক্ষায় সচেতনতা সৃষ্টিকরণ ও মাস্ক বিতরণ কর্মসূচি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২০, ১৭:১৭
গাউসিয়া কমিটির করোনা সুরক্ষায় সচেতনতা সৃষ্টিকরণ ও মাস্ক বিতরণ কর্মসূচি
গাউসিয়া কমিটির করোনা সুরক্ষায় সচেতনতা সৃষ্টিকরণ ও মাস্ক বিতরণ কর্মসূচি

গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি (উত্তর) উপজেলা শাখার উদ্যোগে দৌলতপুর থেকে বাগানবাজার পর্যন্ত করোনায় সচেতনতা সৃষ্টিকরণ ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা শাখার উদ্বোধনের মধ্য দিয়ে এ কর্মসুচী পালিত হয়।

মাওঃ মুহাম্মদ আবু তাহের আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মস‚চিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মস‚চি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সায়েদুল আরেফিন। এতে আরো উপস্থিত ছিলেন, ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এস আই জিয়া, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ হাবিবুল ইসলাম ভ‚ইয়া, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ সোলাইমান, সহ-সভাপতি মুহাম্মদ সরোয়ার, সেক্রেটারি মুহাম্মদ বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক হাফেজ মোস্তাফিজ চৌধুরি, সমাজ সেবা সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মানিক, মাওলানা সাইফুর রহমান ফারুকি, আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ ইদ্রিস হায়দার, মাওঃ মুহাম্মদ আলি, মাওঃ কুতুব উদ্দিন, হাফেজ নুর উদ্দিন, মাওঃ ফয়েজুল আলম, মাওঃ মহি উদ্দিন প্রমুখ।

মাস্টার ওসমান খাঁ এর সঞ্চালনায় উপজেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন, সেক্রেটারি মুহাম্মদ আবদুলাহ আল মাছউদ কাদেরী, মুহাম্মদ মহি উদ্দিন চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে