সুন্দরগঞ্জে টোল আদায়ে অনিয়মের অভিযোগে মানববন্ধন

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২০, ১৯:৩৪

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাটে টোল আদায়ে অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বেলা ১১টার দিকে মীরগঞ্জ হাট জনতা ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তৃতা দেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর সামিউল ইসলাম, হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সোহানুর রহমান আযম, রাবির সাবেক ছাত্র নেতা নওশা মিয়া, ব্যবসায়ী মুকুল চন্দ্র সাহা, জাতীয় স্বেচ্ছাসেবক নেতা খায়রুজ্জামান লিটন, পৌর আওয়ামী লীগ নেতা অমলেষ কুমার সরকার ও বাবু মিয়া প্রমূখ।

 

টোল আদায়ে অনিয়মের বিষয়ে জানতে চাইলে হাট ইজারাদার আব্দুল মমিন জানান, টোল আদায়ে কোন অনিয়ম হয়নি। সরকার কর্তৃক নির্ধারিত হারেই টোল আদায় হচ্ছে। আর আগামী বুধবারের আগেই সাইন বোর্ড লাগানো হবে।