ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার রীতি বেশ পুরাতন। শহর থেকে গ্রামে বসন্তের বাতাসে যেন সবার মনে সুর বেজে ওঠে। পাশাপাশি ভালোবাসা দিবস উদযাপনও এখন বাঙালি সংস্কৃতির অংশ। আর এবার বসন্তের আগমন ও ভালোবাসা দিবস উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া ইকো পার্ক নতুন রুপে সেজেছে। তবে পার্ক কতৃপক্ষ বলছেন ভালোবাসা দিবসে আশানুরূপ বিক্রি হচ্ছে না প্রবেশ টিকিট।
পার্কের ব্যবসায়ীরা তাদের কায়াকিং ভোটও ইঞ্জিন চালিত ভোটকে নতুন করে ডিজাইন করছে রং দিয়ে। আবার কেউ কেউ পর্যটকদের ফুল দিয়ে বরণ করতে ফুল ক্রয় করছে বলে জানায় তারা। আচার ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের আচার দিয়ে সাজিয়েছে দোকান। ক্রোতার চাপ সামলাতে অনেক দোকানি বাড়তি কর্মচারী নিচ্ছে।
কায়াকিং বোটের দায়িত্বে থাকা শহিদ বলেন,‘ভালোবাসা দিবস অনেক পর্যটক হবে। আমরা নতুন করে কায়াকিং নিয়েছে পর্যটকদের জন্য। পুরাতন গুলাকে নতুন করে ডিজাইন করছে। পর্যটকদের সুবিধার জন্য আমাদের কয়েকজন কর্মচারী কাজ করবে।’
মহামায়া ইকোপার্ক ইজারা পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান এ.আর এন্টারপ্রাইজের কর্মকর্তা আবু হানিফ জানান, বছরের অন্যান্য সময়ের চাইতে এ ভালোবাসা দিবসে পর্যটকে অনেক বেশি হওয়ার কথা ছিলো। তবে সকাল থেকে দুপুর পর্যস্ত ৮ শত পর্যটক প্রবেশ করেছে। দিবসটিকে কেন্দ্র করে পার্কটিকে নতুন করে পরিস্কার করা হয়েছে। কিন্তু আশানুরূপ বিক্রি হচ্ছে না প্রবেশ টিকিট।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, পর্যটকদের ব্যাপক উপস্থিতির কারণে যে কোনো খারাপ পরিস্থিতি এড়াতে পুলিশের টিম সবসময়ই সতর্ক রয়েছে বলে জানান তিনি।
যাযাদি/ এস