বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ব্যাংক এশিয়ার এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স

  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ব্যাংক এশিয়ার এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স
ব্যাংক এশিয়ার এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স

কর্মীদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "এএমএল-সিএফটিঃ ফস্টারিং এন্ড এনডুরিং অ্যা কালচার অফ কমপস্নায়েন্স? প্রতিপাদ্য নিয়ে বার্ষিক "এএমএল এন্ড সিএফটি কনফারেন্স ২০২৫" আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। ২২ ফেব্রম্নয়ারি রাজধানীর কারওয়ান বাজারস্' ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম। তিনি তার বক্তব্যে মানি-লন্ডারিং-এর বিরাজমান চ্যালেঞ্জ, সচেতনতার গুরুত্ব এবং রিপোর্টিং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য এএমএল এবং সিএফটি অনুশীলনগুলি কঠোরভাবে মেনে চলার জন্য ব্যাংকারদের আহ্বান জানান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম. এ. বাকী খলীলী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভার আহ্বায়ক ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও হেড অব চ্যানেল ব্যাংকিং এবং এসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপস্নায়েন্স অফিসার্স অফ ব্যাংকস্‌ ইন বাংলাদেশ (আকব) এর চেয়ারম্যান জনাব জিয়াউল হাসান।

বিএফআইইউ'র অতিরিক্ত পরিচালক জনাব শাদরিল আহমেদ এবং যুগ্ম পরিচালক জনাব শাহালাম কাজী কনফারেন্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এবং এএমএল-সিএফটি ফ্রেমওয়ার্ক, ইনিশিয়েটিভস্‌ এবং সাম্প্রতিক টাইপোলজি নিয়ে তাদের আলোচনা উপস্থাপন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে সরাসরি উপস্'িত ছিলেন এবং শাখা, ডিভিশন, সেন্টার ও ইসলামিক উইন্ডোর কর্মকর্তাবৃন্দ এবং এজেন্ট সহ প্রায় ২৮০০ জন অংশগ্রহণকারী ডিজিটাল পস্ন্যাটফর্মের মাধ্যমে কনফারেন্সে যোগ দেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে