অগ্রণী ব্যাংকের মাতৃভাষা দিবস পালন

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। দিবসটি পালনের কর্মসূচির অংশ হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি.'র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে রাত ১২টা ১ মিনিটে অগ্রণী ব্যাংক ভবনের সামনে স্থাপিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।পরবর্তীতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মো. আবুল বাশার, মহাব্যবস্থাপক সহ অন্যান্য নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি