ঋণ খেলাপির মামলায় ওয়ান ব্যাংক পিএলসি, টিপু সুলতান রোড শাখা, ঢাকা এর খেলাপি ঋণ গ্রহীতা মেসার্স মোমিনা লজিস্টিক পয়েন্ট ও মেসার্স মোমিনা ডেইরি ইন্ডাস্ট্রিজ এর প্রোপাইটার মো. সিরাজুল ইসলামকে গেপ্তার করা হয়েছে। ওয়ান ব্যাংক সূত্রে জানা যায় যে, উক্ত খেলাপী ঋণ গ্রহীতা মেসার্স মোমিনা লজিস্টিক পয়েন্ট ও মেসার্স মোমিনা ডেইরি ইন্ডাস্ট্রিজ এর প্রপাইটার মো. সিরাজুল ইসলাম ওয়ান ব্যাংক পিএলসি, টিপু সুলতান রোড শাখা, ঢাকা থেকে তার ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে, উক্ত ঋণ সময়মত পরিশোধ না করায় খেলাপী ঋণে পরিনত হয়। খেলাপী ঋণ আদায়ের উদ্দেশ্যে ব্যাংক উক্ত খেলাপী গ্রাহকের বিরুদ্ধে বিজ্ঞ অর্থঋণ আদালত নং ৩, ঢাকায় অর্থঋণ মামলা নং ৪৫৭/২০১৯ দায়ের করে এবং বিচারান্তে উক্ত মামলায় রায় ও ডিক্রী প্রাপ্ত হয়। উক্ত রায় ও ডিক্রীর প্রেক্ষিতে ওয়ান ব্যাংক ১০,৪৮,০৯,৭৫৫/ টাকা পাওনা দাবী করে বিজ্ঞ আদালতে অর্থজারী মামলা নং ১৩১৩/২০২৩ দায়ের করে। উক্ত অর্থজারী মামলায় ওয়ান ব্যাংক, গ্রাহকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আবেদন জানালে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন। উক্ত গ্রেফতারী পরোয়ানা কার্যকরে গত ১৬/০২/২০২৫ তারিখ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় কলাবাগান থানা, ঢাকা উক্ত ঋণ খেলাপী মেসার্স মোমিনা লজিস্টিক পয়েন্ট ও মেসার্স মোমিনা ডেইরি ইন্ডাস্ট্রিজ এর প্রোপাইটার মোঃ সিরাজুল ইসলাম গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। বিজ্ঞপ্তি