ইস্টার্ন ব্যাংকের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেশন
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইস্টার্ন ব্যাংক সম্প্রতি তাদের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে নিজস্ব প্রায়োরিটি গ্রাহকদের জন্য 'ক্যান্সার এবং লিভার হেলথ' শীর্ষক একটি স্বাস্থ্য সচেতনতা সেশনের আয়োজন করে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালসের সহযোগিতায় আয়োজিত হয় সেশনটি। মাউন্ট এলিজাবেথ হসপিটালসের বিশেষজ্ঞ ডঃ লুই হক ফুং এবং ডঃ ফু কিয়ান ফং লিভার ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বিভিন্ন রোগের কারন, এর প্রতিরোধ এবং প্রতিকার বিষয়ে বিশদ আলোচনা করেন। সেশনে ইস্টার্ন ব্যাংকের রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরী হক; আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের কান্ট্রিম্যানেজার- বাংলাদেশ, চীন ও মায়ানমার জ্যাক ট্যান এবং বাংলাদেশ কার্যালয়ের পরিচালক জাহিদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি