বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বায়োজিনের নতুন শাখা বরিশালে

  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বায়োজিনের নতুন শাখা বরিশালে
বায়োজিনের নতুন শাখা বরিশালে

বরিশালবাসীর জন্য দারুণ সুখবর নিয়ে এলো দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস। বিশ্বমানের স্কিনকেয়ার ট্রিটমেন্ট, অথেনটিক ডার্মো কসমেটিকস, এবং এক্সপার্ট ডক্টর কনসালটেশন্ত সবকিছুই এখন এক ছাদের নিচে। ১৩ ফেব্রম্নয়ারি বরিশাল শহরের বিবির পুকুরপাড়, ১১৯ সদর রোড, এল. এল. টাওয়ার, লেভেল ৪-এ বায়োজিনের ১৭তম শাখার উদ্বোধন করা হয়। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় মানুষের দিপুল সাড়া ও তাদের ত্বকের সেরা সমাধান খুঁজতে আসাই প্রমাণ করে বিশ্বমানের স্কিনকেয়ার বায়োজিনের পণ্য ও সেবার প্রতি সবার আস্থা। নতুন শাখার উদ্বোধন উপলক্ষে বায়োজিন সীমিত সময়ের জন্য যেসব বিশেষ অফার দিচ্ছে তা হলো- সকল স্কিনকেয়ার ট্রিটমেন্টে ফ্ল্যাট ৫০% ছাড়, অথেনটিক ডার্মো কসমেটিকসে ফ্ল্যাট ৩০% ছাড় এবং ফ্রি ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে