ওয়ান ব্যাংক পিএলসি এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মধ্যে ১২ই ফেব্রম্নয়ারি, ২০২৫ তারিখে মেট্রোরেল ভবন, দিয়াবাড়ি ডিপো, সোনারগাঁও জনপথ, উত্তরা, ঢাকায় মেট্রোরেল স্টেশনে এটিএম/সিআরএম স্থাপন এবং সেবা প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের লক্ষ্য হলো শহরের ট্রানজিট কেন্দ্রগুলোতে নির্বিঘ্ন ব্যাংকিং সেবার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের যাত্রীদের জন্য সহজে আর্থিক লেনদেনের সুবিধা বৃদ্ধি করা। এই চুক্তিটির লক্ষ্য ম্যাস ট্রানজিট ইকোসিস্টেমের আধুনিক সুযোগ-সুবিধাগুলিকে ডিএমটিসিএল - এর উদ্ভাবনী এবং গ্রাহককেন্দ্রিক সমাধানের মধ্য দিয়ে ম্যাস ট্রানজিট ইকোসিস্টেমের সঙ্গে একীভূত করার বিষয়ে ওয়ান ব্যাংক পিএলসি এর সমর্থনের প্রতিশ্রম্নতি। ওয়ান ব্যাংকের এটিএম/সিআরএম নিরাপদ এবং দক্ষ ব্যাংকিং পরিষেবা প্রদান করবে ও গ্রাহকদের জন্য একটি সুখকর অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এবং ওয়ান ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কোম্পানি সচিব (যুগ্ম সচিব) খোন্দকার এহতেশামুল কবীর, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামানসহ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি