ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি বিশ্বাস ইমপোর্টস-এর সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে, যা অটো ফাইন্যান্সিং ব্যবস্থাকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ইমন আহমেদ খান, এফএভিপি ও হেড অব অটো লোন বিজনেস মো. একরামুল হোসেন, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (বিজনেস) সাগর কুমার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস) গৌতম চন্দ্র ঘোষ। বিশ্বাস ইমপোর্টস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার (শোরুম) সোহেল রানা। বিজ্ঞপ্তি।