বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম টিএমএসএস ক্যান্সার হাসপাতালের নতুন সংযোজন অতি উচ্চমূল্যের অত্যাধুনিক ট্রমোথেরাপি রোবোটিক মেশিন এবং ব্র্যাকিথেরাপি এর ইন্সটলেশন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন। টিএমএসএস কর্তৃক বিনামূল্যে এবং উচ্চ ভর্তুকি মূল্যে দরিদ্র রোগীর এই জাতীয় দূরারোগ্য ব্যাধির চিকিৎসা সেবা পরিকল্পনা অবলোকন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মোঃ মতিউর রহমান, পিএইচডি, এমপিএইচ সহ টিএমএসএস ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ।
টিএমএসএস ক্যান্সার সেন্টারের মাধ্যমে প্রধানত ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সচেতনতা শিক্ষা এবং বহুমুখী গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। টিএমএসএস ক্যান্সার হাসপাতালের নতুন সংযোজন অতি উচ্চমূল্যের অত্যাধুনিক ট্রমোথেরাপি রোবোটিক মেশিন এবং ব্র্যাকিথেরাপি এর ইন্সটলেশন প্রক্রিয়া বাংলাদেশে এটিই প্রথম স্থাপিত অত্যাধুনিক ক্যান্সার মেশিন। বিজ্ঞপ্তি