ফরেন সার্ভিস কর্মকর্তাদের জন্য ইবিএল পেরোল ব্যাংকিং সেবা

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
ফরেন সার্ভিস কর্মকর্তাদের সার্বিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক (ইবিএল), বৃহস্পতিবার বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে অ্যাসোসিয়েশনের সদস্যরা ইস্টার্ন ব্যাংকের এক্সক্লুসিভ পেরোল ব্যাংকিং সেবা, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আন্তর্জাতিক লেনদেনের জন্য দ্বৈত কারেন্সি ডেবিট কার্ড, কাস্টোমাইজড লোন সুবিধাসহ বিভিন্ন ভ্যালুএডেড আর্থিক সমাধান। ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, 'ইস্টার্ন ব্যাংকের সঙ্গে বিএফএসএ-এর পার্টনারশিপ বিশেষ গুরুত্ব বহন করে। ২০১৮ সালে একটি কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্কের সূচনা ঘটে। আজকের এই এক্সক্লুসিভ পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের এই সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছল।' ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, 'পেরোল ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র কর্মকর্তা, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, কমু্যনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম এবং পেরোল ব্যাংকিং প্রধান তৃষা তাকলিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি