বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

হজ এজেন্সি মালিকদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়

  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হজ এজেন্সি মালিকদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়
হজ এজেন্সি মালিকদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ ব্যবস্থাপনায় বিশেষায়িত আর্থিক সেবাসমূহ নিয়ে হজ এজেন্সি মালিকদের সঙ্গে ৫ ফেব্রম্নয়ারি এক মতবিনিময় সভার আয়োজন করে। ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক, ভিসা ও খ্যাতনামা হজ এজেন্সির প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ভিসা কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসেন, দি ইসলামীয়া ট্রাভেলস এন্ড টু্যরসের স্বত্বাধিকারী মোঃ শাহাদাত হোসেন এবং ইউরো এয়ার ইন্টারন্যাশনালের অংশিদার মোঃ মাহমুদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান।

অনুষ্ঠানে হজ এজেন্সিগুলোর ক্রমবর্ধমান চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন আর্থিক সমাধানের প্রতি গুরুত্ব এবং হাজীদের সামগ্রিক সেবাকে আরও উন্নত করার বিষয়ে জোর দেওয়া হয়। এছাড়া, অনুষ্ঠানে ইসলামী ব্যাংক হজ-সংক্রান্ত আর্থিক সেবার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য নতুন নতুন উদ্ভাবনী ও শরীআহসম্মত ব্যাংকিং সেবা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে