নারায়ণগঞ্জ, কক্সবাজার এবং লালমনিরহাটের ১০০ প্রান্তিক মেয়ে শিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নে একসঙ্গে কাজ করবে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) এবং একশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি (অঅওইঝ)। একশন এইড বাংলাদেশের 'সাপোর্ট এ চাইল্ড' উদ্যোগের অধীনে শিশুদের এই সহায়তা প্রদান করা হবে। এ লক্ষ্যে একশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটিকে ৩০ লক্ষ টাকা প্রদান করেছে ইবিএল। ইবিএল কমু্যনিকেশন্স এন্ড এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম এবং একশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির নির্বাহী পরিচালক ফারাহ কবির আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির ইনোভেশন ও রিসোর্স মোবিলাইজেশন বিভাগ প্রধান মারুফ মোহাম্মদ শিহাব, চাইল্ড স্পন্সরশীপ ও চাইল্ড রাইটস ব্যবস্থাপক আবদুলস্নাহ আল মামুন, ফিলানথ্রপি ও প্রাইভেট সেক্টর পার্টনারশীপস ব্যবস্থাপক খন্দকার শামস- আল- মুজাদ্দিদ; ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুলস্নাহ আল মামুন, আরএমডি বিভাগ প্রধান সাইফুল ইসলাম, বিজনেস ইনফর্মেশন সিস্টেম বিভাগ প্রধান মোঃ মাশকুর রেজা এবং কমপস্নায়েন্স বিভাগ প্রধান মোঃ শাহজাহান আলী। বিজ্ঞপ্তি