শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

হোমিওপ্যাথিক চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহাবুদ্দীন মিয়া আর নেই

যাযাদি রিপোর্ট
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হোমিওপ্যাথিক চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহাবুদ্দীন মিয়া আর নেই
হোমিওপ্যাথিক চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহাবুদ্দীন মিয়া আর নেই

বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা, কৃষিবিদ ডা. মো. শাহাবুদ্দীন মিয়া বার্ধক্যজনিত কারণে রোববার সকালে ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিলস্নাহ ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৩ মেয়ে, ১ ছেলে এবং স্ত্রী নাতী-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজধানীর ঝিলাতলা বাসভবনের সামনে স্টাফ কোর্য়াটার মসজিদে নামাজে জানাজা শেষে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।

উলেস্নখ্য, প্রথিতযশা হোমিও শিক্ষা অনুরাগী মুক্তিযোদ্ধা ডা. মো. শাহাবুদ্দীন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোমিওপ্যাথিক ডিগ্রি ( ইঐগঝ) কোর্স প্রতিষ্ঠা, সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, সর্বোপরি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় অবিস্মরণীয় অবদান রাখেন।

বিগত দিনে হোমিওপ্যাথিক শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিনি একজন প্রতিবাদী মানুষ ছিলেন। কর্মজীবনে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় কর্মকর্তা ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন বাংলাদেশের হোমিওপ্যাথিক প্রসারের অগ্রপথিক। শিক্ষা জীবনে (উঐগঝঝ) ডা. শাহাবুদ্দীন সকল বর্ষে প্রথম স্থান অধিকার করেছিলেন।

তার মৃতু্যতে হোমিওপ্যাথিক অনুশীলন বাংলাদেশ এর সভাপতি ডা. মো. শহিদুলস্নাহ, সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট সাংবাদিক ডা. মো. বেলায়েত হোসেন, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম এর সভাপতি ডা. মো. ইয়াকুব আলী সরকার এবং ফেডারেল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এর গভর্নিং বডির সদস্য ডা. মো. নূরুল হক, ডা. মো. শাহাবুদ্দিন মিয়ার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেন।

তার মৃতু্যর খবর ছড়িয়ে পড়লে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার ছাত্ররা অনেকে কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে যারা তার কাছ থেকে হাতে কলমে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা গ্রহণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে