নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 'অন দি ল'অফ ট্রিটিজ' শীর্ষক সেমিনার

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে ১০ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে "ভিয়েনা কনভেনশন অন দি ল অফ ট্রিটিজ- ৩য় অনুচ্ছেদ এর আলোকে ৩১-৩৩ অনুচ্ছেদের ব্যাখ্যা" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান। বদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক চুক্তি ও আইন বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্য সেমিনিরটি আয়োজন করা হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি