শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বাজার মূলধন বাড়ল ৯ হাজার কোটি টাকা

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাজার মূলধন বাড়ল ৯ হাজার কোটি টাকা

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মূল্যসূচক ও দৈনিক গড় লেনদেন। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ৯ হাজার কোটি টাকার ওপরে বেড় গেছে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের পাঁচ কার্যদিবসেই বাজার ঊর্ধ্বমুখী থাকায় গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৫টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১০৩টির। এছাড়া ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় আড়াইগুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে।

এতে গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১০৫ কোটি টাকা বা এক দশমিক ৩৭ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বাড়ে ৪ হাজার ২৩৮ কোটি টাকা বা শূন্য দশমিক ৬৪ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে