চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেড এক কোটি মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কনটেইনার ব্যাগ তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি সহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব মোঃ আশরাফুল কবীর এবং আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মি. মা শিয়াওমিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চীনা কোম্পানিটি বার্ষিক ২৮ লাখ পিছ ফ্লেক্সিবল ইন্টারমিডিয়েট বাল্ক কনটেইনার ব্যাগ, বাল্ক ব্যাগ, ওভেন এবং নন-ওভেন ব্যাগ তৈরি করবে যার ফলে ১১৫০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় বেপজার নির্বাহী চেয়ারম্যান আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি বিনিয়োগকারীদের নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার তুলে ধরেন। কোম্পানিটি মাঝারি ও উচ্চ গ্রেডের কন্টেইনার ব্যাগ তৈরি করে আন্তর্জাতিক বাজার যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান,অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকায় রপ্তানি করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোঃ ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি