রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারের দাম কমল ২৩ কোটি টাকা

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
টানা পতন থেকে বেরিয়ে গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এমন ঊর্ধ্বমুখী বাজারেও বিপরীত পথে হেঁটেছে কিছু প্রতিষ্ঠান। দাম বাড়ার পরিবর্তে এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচদিনেই কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে ২৩ কোটি টাকার বেশি কমে গেছে। বিনিয়োগকারীদের বড় অংশই এই প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই কমেছে এর শেয়ারের দাম। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষস্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।