শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আয়কর কমিশনারের চলতি দায়িত্ব পেলেন তিনজন

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আয়কর কমিশনারের চলতি দায়িত্ব পেলেন তিনজন

আয়কর কমিশনার পদে চলতি দায়িত্ব পেয়েছেন তিন অতিরিক্ত কর কমিশনার। সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (অতিরিক্ত কর কমিশনার) এম এম জিলস্নুর রহমান, বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান ও কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কর কমিশনার মো. মহিদুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তার আগের পদের দায়িত্ব হস্তান্তর করে চলতি দায়িত্বের পদে যোগদান করবেন। চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না। চলতি দায়িত্ব পালনকারী কর্মচারী চলতি দায়িত্ব পালনের কারণে চলতি দায়িত্বের পদে বা অন্য কোনো পদে পদায়ন, বদলি বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কোনো অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না।

এতে আরও বলা হয়, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অর্থ বিভাগ কর্তৃক সময় সময় জারিকৃত আদেশে উলিস্নখিত হারে ও শর্তে কার্যভারভাতা প্রাপ্য হবেন। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী চলতি দায়িত্বপ্রাপ্ত পদের সঙ্গে আশ্যিকভাবে চলতি দায়িত্ব শব্দদ্বয় যোগ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে