মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ রুজভেল্ট জেটির কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সেবা গ্রহীতাদের পরামর্শ গ্রহণ ও করণীয় নির্ধারণে ০৫ ফেব্রম্নয়ারি কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (হারবার ও মেরিন) এর সভাপতিত্বে মোংলা বন্দরের খুলনা খালিশপুরস্থ পোর্ট অডিটরিয়ামে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের ওহঃবৎহধষ ইঁংরহবংং উবাবষড়ঢ়সবহঃ ঝঃধহফরহম ঈড়সসরঃঃবব এর সদস্যগণ, সহকারি নিয়ন্ত্রক খাদ্য ৭ নং ঘাট, সারের (বিএডিসি) সহকারী পরিচালক, বিসিআইসি খালিশপুর এর বিজিএম, মেসার্স বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল লিঃ এর নির্বাহী পরিচালক, মেসার্স দি সাকসেসরস লিঃ এর সিনিয়র অফিসার (লজিষ্টিক), মেসার্স তাইবা সাইফুলস্নাহ (জিএল) এর সিনিয়র লজিষ্টিক ম্যানেজার, মেসার্স সামিট এ্যাসোসিয়েট এর ব্যবস্থাপক, মেসার্স সাউথ ডেলটা এর ম্যানেজার (অপারেশন), মেসার্স এ আর জি মার্চেন্ট কোং লিঃ এর সুপারভাইজার, মেসার্স নীরব এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী, ৬ ও ৭ নং ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সভাপতি/সাধারন সম্পাদক, মেসার্স নবাব এন্ড কোং এর নির্বাহী কর্মকর্তা, মেসার্স পোটন ট্রেডার্স এর ম্যানেজার, মেসার্স স্বদেশ শিপিং এন্ড লজিষ্টিক কোম্পানী এর সুপারভাইজারসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবর্গ। বিজ্ঞপ্তি