পানামার পতাকাবাহী জাহাজ গঞ. উঙখচঐওঘ ১৯ পাঁচ হাজার পাঁচশত মেট্রিকটন চিটাগুড় (গড়ষধংংবং) নিয়ে মোংলা বন্দরের ৮ নং জেটিতে ভিড়েছে। ৭ মিটার ড্রাফটের জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার। গত ২২ জানুয়ারি পাকিস্তানের করাচী বন্দর থেকে পণ্য বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি এবং ৬ ফেব্রম্নয়ারি মোংলা বন্দরে ভিড়েছে। এ বন্দর থেকে ৫৫০০ মেট্রিকটন চিটাগুড় খালাস করে কিছু অংশ মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড এ সংরক্ষন করা হবে। পরবর্তীতে রেলযোগে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হবে এবং সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে। বিজ্ঞপ্তি