ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ইনভার্টার এসির পিসিবিতে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে থাকছে ১ বছরের রিপেস্নসমেন্ট গ্যারান্টিসহ ইনভার্টার এসির কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি, ৩ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি, ১ বছরের ফ্রি সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা। ক্রেতারা চলতি বছরের ফেব্রম্নয়ারির ১ তারিখ থেকে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে এসব বিক্রয়োত্তর সুবিধা পাচ্ছেন। বুধবার (৫ ফেব্রম্নয়ারি, ২০২৫) সকালে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে এসির বিক্রয়োত্তর সেবায় এসব সুবিধা ঘোষণা করে ওয়ালটন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন পস্নাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ডেপুটি সিবিও সন্দ্বীপ বিশ্বাস, ওয়ালটনের চিফ সার্ভিস অফিসার মো. নিয়ামুল হক, ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম এবং ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধন করা হয় 'এসি এক্সচেঞ্জ অফার'। এর আওতায় গ্রাহকরা আবারো যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি কেনার সুযোগ পাচ্ছেন। বিজ্ঞপ্তি