মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মেঘনা ব্যাংক ও থ্রেডওয়েলের মধ্যে চুক্তি

  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মেঘনা ব্যাংক ও থ্রেডওয়েলের মধ্যে চুক্তি
মেঘনা ব্যাংক ও থ্রেডওয়েলের মধ্যে চুক্তি

তৈরী পোষাক কারখানার কাঁচামাল ক্রয়-বিক্রয়ের ক্লাউড ভিত্তিক প্রতিষ্ঠান থ্রেডওয়েল সম্প্রতি মেঘনা ব্যাংকের সাথে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে কোন ব্যাংকের সংযুক্তি হিসেবে মেঘনা ব্যাংকই প্রথম। এ অংশীদারিত্ব দেশের পোশাক শিল্পের ডিজিটাল ট্রান্সফরমেশন এর সাথে- এ শিল্প সংশ্লিষ্ট সরবরাহকারী এবং ক্রেতাদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। থ্রেডওয়েল নেটওয়ার্কে সংযুক্ত সকল সরবরাহকারী এবং ক্রেতা প্রান্তিক গোপনীয়তায় পণ্যের কাঙ্খিত মান এবং মূল্য নির্ধারণ করে ক্রয় বিক্রয় করতে পারবে, যেখানে ব্যাংকিং সহযোগী হিসেবে মেঘনা ব্যাংক এ পস্ন্যাটফর্মের সকল সদস্যদের নিয়মিত ব্যাংকিং সেবা প্রদান করবে। এ অংশীদারিত্ব থ্রেডওয়েল নেটওয়ার্কের এক নতুন মাত্রা, বিশেষ করে, পস্ন্যাটফর্মে সম্পৃক্ত সকলের অর্থ ব্যবস্থাপনায় ব্যাংকের সেবা কার্যক্রম পুরো সিস্টেমকে আরো গতিশীল করবে। এ ক্ষেত্রে মেঘনা ব্যাংকের বিশেষ সেবা, থ্রেডওয়েলে'র ক্রমবর্ধমান গ্রাহকদের নিয়মিত লেনদেন সহ ডিজিটাল ক্রয়-বিক্রয়ের ইকোসিস্টেম- এ নতুন মাত্রা যোগ করবে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে