আকিজ টেবিলওয়্যার আর্ট অব পেস্নটিংয়ের ২য় সিজন শুরু

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশের ১ম রিয়েলিটি শো "আকিজ টেবিলওয়্যার আর্ট অব পেস্নটিং" এর ২য় সিজন। এবারের সিজনে অংশগ্রহণ করে যিনি পেস্নটিং মায়েস্ট্রো হবেন, তিনি জিতে নিবেন ১০ লক্ষ টাকার অর্থ পুরস্কার। এছাড়াও ১ম রানার-আপ জিতবেন ৫ লক্ষ টাকা, ২য় রানার-আপ ৩ লক্ষ টাকা এবং শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেটসহ সর্বমোট ২০ লক্ষ টাকার পুরস্কার। এ বিষয়ে জানতে চাইলে, আকিজ টেবিলওয়্যারের পক্ষ থেকে আকিজ বশির গ্রম্নপ এর চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম জানান, "১ম সিজনে এই প্রতিযোগিতাটি আয়োজন করে দর্শকদের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পাই, যার কারণে এবার আমরা আরও বড় পরিসরে পুরো বাংলাদেশের পেস্নটিং আর্টিস্টদের এক ছাদের নিচে নিয়ে আসার জন্য এই উদ্যোগ নিয়েছি। ফুড পেস্নটিং-এর আর্টে আমাদের সংস্কৃতি এবং নিজস্ব গল্পগুলো পুরো বিশ্বের কাছে তুলে ধরতে এবং এই ফুড আর্ট কালচারকে সমৃদ্ধ করতেই আমাদের এই প্রচেষ্টা। ৪ ফেব্রম্নয়ারি, ২০২৫ তারিখে দেশের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজ বশির গ্রম্নপের হেড অফ মার্কেটিং মোঃ শাহরিয়ার। বিজ্ঞপ্তি