বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার জীবন কাহিনী নিয়ে গ্রন্থ 'বাতিঘর'

  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার জীবন কাহিনী নিয়ে গ্রন্থ 'বাতিঘর'
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার জীবন কাহিনী নিয়ে গ্রন্থ 'বাতিঘর'

শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণের এক উজ্জ্বল নক্ষত্র, আধুনিক হামদর্দের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়ার জীবন ও কর্মের নানা দিক নিয়ে প্রকাশিত হয়েছে "বাতিঘর" নামের জীবনীগ্রন্থ। হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে প্রকাশিত গ্রন্থটির সম্পাদনা করেছেন বিভাগের পরিচালক আমিরুল মোমেনীন মানিক। আর্ট পেপারে মুদ্রিত ১০০ পৃষ্ঠার গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। নতুন উদ্যোক্তারা বিশেষ করে তরুণরা নিজেদের প্রতিষ্ঠিত করতে গ্রন্থটির মাধ্যমে বিপুল অনুপ্রেরণা পেতে পারেন। গ্রন্থটিতে মোট ৭ টি প্রবন্ধ আছে। প্রবন্ধগুলো হলো:স্বপ্নের ইতিহাস, মানুষের জন্য নিবেদিত মহৎপ্রাণ, হাকীম সাঈদের প্রেরণায় যেভাবে হামদর্দের হাল ধরেন ড. হাকীম ইউছুফ হারুন ভুঁইয়া, ৫২ বছরে হামদর্দের অর্জন, ইউনানী- আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থা ও ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়া, স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিন্দু থেকে সিন্ধু তৈরির গল্প যে জীবন আলোর পথের নিরন্তর প্রেরণা পাশাপাশি রয়েছে, বাংলাদেশে হামদর্দকে প্রতিষ্ঠা করার বর্ণাঢ্য কর্মতৎপরতার ফটো এ্যলবাম। ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়া শুধুই একজন শিল্পোদ্যোক্তা নন; তিনি এক মহান স্বপ্নদ্রষ্টা, যিনি স্বাস্থ্যসেবাকে মানবতার অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন। তাঁর হাত ধরে হামদর্দ নতুন যুগে প্রবেশ করে, আধুনিকতার ছোঁয়ায় নতুনভাবে গড়ে ওঠে ইউনানি ও হারবাল তথা প্রাকৃতিক চিকিৎসাব্যবস্থা। তাঁর সৃজনশীলতা ও মানবসেবার ব্রত শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বেও। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে