এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
এসবিএসি ব্যাংক পিএলসি.'র বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন ২০২৫-এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ মোখলেসুর রহমান। শনিবার ১ ফেব্রম্নয়ারি ২০২৫ তারিখে রাজধানীর ল্যা মেরিডিয়ান হোটেলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ হেলালউদ্দিন, মোঃ এমদাদুল হক ও মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ। বিজনেস সেশন পরিচালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও মোঃ নাজিমুদ্দৌলা। সম্মেলনে ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি