সীমিত আয়ের মানুষের হজের নিয়ত পূরণ করতে ব্যাংক এশিয়ার রয়েছে হজ ডিপোজিট স্কিম। এটি মূলতঃ একটি ইসলামি সঞ্চয় ও বিনিয়োগ পন্থা, যা ইসলামিক বিনিয়োগ পদ্ধতি অনুসারে বিনিয়োগ করে তার মুনাফা সঞ্চয়কারীদের হিসাবে ওয়েটেজ অনুযায়ী যোগ করে তাদের হজ পালনে সহায়তা করে। এ স্কিমে আমানতকারী ১ থেকে ১০ বছরের মেয়াদে হিসাব খুলতে পারবেন। মেয়াদান্তে হজ সম্পাদনের প্রয়োজনীয় প্রাক্কলিত অর্থের পরিমাণ বিবেচনা করে জমার কিস্তির পরিমাণ নির্ধারণ করা যায়। উচ্চ ওয়েটেজের ভিত্তিতে মুনাফা প্রদান করা হয়। কোন ব্যক্তি দীর্ঘ মেয়াদের জন্য হিসাব খোলার পর যদি মেয়াদপুর্তির পূর্বেই হজ পালন করতে চান সেক্ষেত্রে হিসাবটি ১ বছর অতিক্রান্ত হয়ে থাকলে কোন প্রকার কর্তন ছাড়াই সে সময় পর্যন্ত অর্জিত সকল মুনাফা প্রদান করা হয়ে থাকে। হজ ডিপোজিট স্কিম চালু করতে যোগাযোগ করুন ব্যাংক এশিয়ার যে কোন শাখা, ইসলামিক উইন্ডো, উপ-শাখা ও এজেন্ট পয়েন্টে। বিজ্ঞপ্তি