মেঘনা ব্যাংক কর্পোরেট ব্যাংকিং ডিভিশন সম্প্রতি রাজধানীর গুলশানস্থ লেকশোর হাইটস হোটেলে দিনব্যাপী এক কনফারেন্স আয়োজন করে যার প্রধান শিরোনাম ছিল ড্রাইভিং এক্সিলেন্স - কর্পোরেট ব্যাংকিং পারফরমেন্স ২০২৪ এবং ফিউচার স্ট্র্যাটেজিসচ্। পুরো আয়োজনে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন ব্যাংকের সব কর্পোরেট ইউনিট, ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্য এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল। এসময় আরও উপস্থিত ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট ব্যাংকিং প্রধান কিমিয়া সাদাত এবং ডিএমডি মো: ছাদেকুর রহমান কর্পোরেট ব্যাংকের ভবিষ্যৎ স্ট্র্যাটেজি এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি