বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতিতে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) দুই পর্বে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে (পূর্বতন ব্যাংকিং ডিপেস্নামা পরীক্ষা) উত্তীর্ণ হওয়ার আবশ্যকতা বিষয়ে নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। এই দুই পর্বে উত্তীর্ণ ব্যক্তিদের পদোন্নতির ক্ষেত্রে ১০ শতাংশ নম্বর বরাদ্দ রাখতে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর আগে গত ১৬ জানুয়ারি শুধু ব্যাংকে পদোন্নতির ক্ষেত্রে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) দুই পর্বে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে (পূর্বতন ব্যাংকিং ডিপেস্নামা পরীক্ষা) উত্তীর্ণ হওয়া আবশ্যকতা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। তারই আলোকে এবার আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা অর্জনে অর্থনৈতিক ও ব্যাংকিং সম্পর্কিত মৌলিক ও উচ্চতর জ্ঞান অর্জনের আবশ্যকতা অনস্বীকার্য। এ অবস্থায় বাড়তি শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতে সিনিয়র অফিসার অথবা সমমানের পদ থেকে ঊর্ধ্বতন পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকের বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের জন্য ১০ শতাংশ নম্বর বরাদ্দ রাখতে হবে। এক্ষেত্রে প্রত্যেক পর্বের (জেএআইবিবি ও এআইবিবি) জন্য ৫ শতাংশ করে নম্বর বরাদ্দ রাখতে হবে।

২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, আগে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ১০ শতাংশ নম্বর পাবেন। তবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগ পেতে হলে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। ২০২৫ সালের ১ ফেব্রম্নয়ারি থেকে সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানকারী বা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে দুই পর্বের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে