বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া অবস্থিত রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম তালুকদার, এবং রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য আলমগীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তানিয়া খান। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিষ্ঠানটি ২০২৪ সালে এইচএসস্থির ফলাফলে গোপালগঞ্জ জেলায় পাশের হার বিবেচনায় ১ম স্থান অর্জন করে। পাশের হার ছিল ৯৮.১১%। এই প্রতিষ্ঠান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়তে অসামান্য অবদান রাখছে।" অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে