বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হোম অ্যাপস্নায়েন্সেস পস্ন্যান্ট চালু করল সিঙ্গার

  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
হোম অ্যাপস্নায়েন্সেস পস্ন্যান্ট চালু করল সিঙ্গার
হোম অ্যাপস্নায়েন্সেস পস্ন্যান্ট চালু করল সিঙ্গার

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি এর মূল প্রতিষ্ঠান বেকো'র (তুরস্কের কচ গ্রম্নপের একটি ফ্লাগশিপ প্রতিষ্ঠান) সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত এর অত্যাধুনিক হোম অ্যাপস্নায়েন্সেস পস্ন্যান্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশে তুরস্কের মহামান্য রাষ্ট্রদূত জনাব রামিস সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, এই খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনরা এই ইভেন্টে যোগ দেন। অনুষ্ঠানে বেকো ও সিঙ্গার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কচ হোল্ডিং-এর কনজু্যমার ডিউরেবলস গ্রম্নপ-এর সভাপতি ড. ফাতিহ কেমাল এবিচলিওলু; বেকো'র প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান বুলগুরলু; বেকো'র তুর্কিয়ে ও দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) জান ডিনচার; বেকো'র প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) বারিস আলপারসলান; বেকো'র প্রধান উৎপাদন ও প্রযুক্তি কর্মকর্তা নিহাত বাইজ; বেকো'র প্রধান ক্রয় ও সাপস্নাই চেইন কর্মকর্তা জেম কুরাল; বেকো'র দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক (অর্থ বিভাগ) সিবেল কেসলার; বেকো'র দক্ষিণ এশিয়া আঞ্চলিক বিপণন, ব্যবসায়িক রূপান্তর এবং বৃদ্ধি বিভাগের পরিচালক হানদান আবদুররাহমানোলু; এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ এদের মধ্যে অন্যতম। উপস্থিত অতিথিরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে