ব্র্যাক ব্যাংকে সেনসিটাইজেশন ওয়ার্কশপ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ে সহকর্মীদের জন্য একটি সেনসিটাইজেশন ওয়ার্কশপের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। নিজেদের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগে অপরাজেয় আমি-এর অংশ হিসেবে এই আয়োজন করা হয়। গত ২৪ নভেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ২০২২ ও ২০২৩ সালের ইয়াং লিডার্স ব্যাচের ৩০ জন সহকর্মী এই কর্মশালায় অংশ নেন। ব্যাংকের 'অপরাজেয় আমি' উদ্যোগের অ্যাডভোকেসি পার্টনার বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) -এর প্রশিক্ষক কর্মশালাটি সঞ্চালন করেন। তিন ঘণ্টার এই বিশেষ ওয়ার্কশপ এমনভাবে সাজানো হয়েছিল, যা প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সমাজে প্রচলিত ধারণা এবং বিভিন্ন কুসংস্কার ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিজ্ঞপ্তি