প্রাইম ব্যাংক আয়োজিত বার্ষিক ঝুঁকি সম্মেলন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ব্যাংকের মধ্যে উন্নত ঝুঁকি সংস্কৃতি গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি. আয়োজিত বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার নিকেতনে অবস্থিত প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন (ডস-২) বিভাগের পরিচালক আ. ন. ম মইনুল কবীর এবং প্রধান অতিথি ছিলেন ডস-২ এর অতিরিক্ত পরিচালক সুরভি ঘোষ। রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডস-২ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ আরিফ হাসান এবং মোসাম্মৎ নাজমিন নাহার। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কনফারেন্সে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন শাখা অপারেশন ম্যানেজার, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট ফোরাম -এর সদস্যরা। বিজ্ঞপ্তি